স্বপ্নের আয়নায় আমি দেখেছিলাম ভবিষ্যৎ,
আমার অতীত সুন্দর এক ভবিষ্যতের অপেক্ষায় ছিলো।
কল্পনায় ছিলো এক শুভ্র মেঘের মতো স্বচ্ছ মানসিকতার রাজপুত্র,
পর্যাপ্ত পরিমানে লালন পালন করেছিল আমাকে আমার অতীত।
মিলিটারি কায়দায় আমাকে সুস্থ সবল করতে চেয়েছিল,
আমার অতীত আমাকে এখনো পিছু ছাড়ে নি,
কেবল আয়নাটা ভেঙে চুরমার হয়ে গেছে।


ভেঙে যাওয়া আয়নায় আজও খুঁজি আমার হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে..
টুকরো টুকরো কাঁচে দেখি ভাঙা ভাঙা স্বপ্নকনিকা অস্পষ্ট,
ভিতর থেকে যন্ত্রণায় বেরিয়ে আসে আহ !
এ_কি_আ_মা_র_স্বপ্ন ছিল?
ভাঙা_ভাঙা_অক্ষর,না পাওয়ার বক্ষ থেকে বলে,
এ_কি_হলো?
অস্ফুট শব্দ চিৎকার করে তোতলিয়ে উঠে নিঃশব্দে বিড়বিড় করে,
আবার সিগারেটের ধোঁয়ার মতো উড়ে,গাম্ভীর্যতা হারিয়ে বাতাসে মিশে।


নীল আকশের নীচে দাঁড়িয়ে যখন পিছনে ফিরি…
ধু ধু প্রান্তরে শূন্য অতীতকে দেখি।
সে তো আর আসবে না ফিরে তবুও অবলোকনে আনন্দিত হই ভেবে…
আমারও স্বপ্ন ছিল যে গুলো কখনো দুঃখ দিত না….
বরঞ্চ আনন্দ দিত প্রতিটি মুহূর্তে এক সোনালী ভবিষ্যতের দিকে চেয়ে…
প্রেরণা দিত উৎকর্ষতার সাবলীল স্বমহীমায় বেঁচে থাকার এ জগতে।