তেষ্টা মেটায় জলে….
আলগা করে গলায় ঢেলে..
পাড়াতুতো মাসীমা আলতো ঠোঁট ছোঁয়ায়,
দামী লিপস্টিক মুছে না যায়।


পানের বাটার মতো মস্তবড় টিপের সাথে ,
গলা দেহ একাকার গর্দনের কাছে।
লাউডস্পীকারে মিষ্টি ছুরি কর্কশ স্বরে,
আমি যা বলি, আমিই ঠিক, সবাই মিথ্যে বলে।


সুতির শাড়ী পরে নারী,
সব কথাতেই কেবল বাট্পারি।
এটা চাই ওটা চাই সর্বাঙ্গে গয়না চাই।
মন ভরে না কিছুতেই হাতের আংঠিতেও হীরা চাই।


মোবাইল টিপে সারাক্ষণ যেমন তেমন রান্না..
পান থেকে চুন খসলেই অঝোরে কান্না।
আহামরী দেহ যেমন ঢিপ্সু মিষ্টি কুমড়া,
স্বার্থ যখন স্বামীর কাছে যেনো চিনির সিরা।


শোপিং মলে গেলে পাখনা গজে এক্সট্রা করে,
সব কাউন্টারে চাঁদা দেয় স্বামীর পকেট থেকে।
বাঁচা গেলো মলে ফিক্সড রেট আছে….
লোক দেখানো স্বামীর পকেট বাঁচাতে দরাদরি কষে।


আধুনিকার মুখ খুশিতে ঝলমলো,
শাড়ির বদলে লেগিস্ পুরোটাই ভালো।
থ্রেডিং পার্লারিং সপ্তাহে একবার,
মানতে হবে বর’কে, নইলে কিন্তু ছাড়খাড়।