শতাব্দী পেরিয়ে শতাব্দী ছোটে কোন কিনারায়…
গন্তব্যস্থান সবারই অজানা তবুও চলে নিজস্ব ধারায়।
অতীত বিস্মিত…..ভবিষ্যত বেপরোয়া…লাগাম ছাড়া ঘোড়া।
ছুটছে এবার মাদকতার নেশা….পদতলে নিস্পেষিত মানুষের হাহাকার।
শান্ত পৃথিবী অশান্ত হয়েছে বাহ্যিক কলেবরে অসহিষ্ণুতা,
কোথাও জ্বলে বাতি অহং এর মায়াজালে…..নেশায় মত্ত উন্মাদনা।
আবার কোথাও জ্বলে উনুন মাটির প্রদীপ বিক্রী করে আনা দু পয়সা,
আনন্দের ফোয়ারা উঠে দালান বাড়ির চত্ত্বরে…বাবুদের মজলিসে,
তাই দেখে খুশিতে মন ভরে সহজ সরল পথের শিশুর অন্তরে,
বড়লোকের গেট এর সামনে উঁকিতে ওদের আশ্চর্যান্বিত মন…
এমন কি হয় সত্যি…..এতো শব্দ …..এতো আলো….
আয় না বোন দেখে যা……..আমাদেরও যদি এমন হতো …..
অর্ধ বিস্ফোরিত বমের বারুদ ওদের সাথী দীপাবলির রাত্রিতে,
সেই খুশিতেই ওদের আনন্দ অর্দ্ধপেটে রাত্রি যাপন।
শহরের বুকে আলোর ভিড়ে দেখেছি তাদের উজ্জ্বল মুখ,
এক চিলতে আনন্দে তাদের ভরে বুক।
আলোর রোশনাই এ ঢেকে রাখা বিকৃত সমাজের মানবধর্মারোপ।
আলো নিভলেই বেড়িয়ে আসে নর্দমায় নিমজ্জিত অস্বচ্ছতা,
হাজার আলোর ঠিকাদারদের ব্যর্থ চেষ্টায় রুখতে পারে না তা,
সকালবেলা তাই দ্যাখা যা ছিলো আগের দিনের রাত্রিবেলা।