মায়ের স্নেহ আজব সেতু,বন্ধনে জুড়ায় মন,
সব চরিত্রই পরিপাটি,মায়ের কাছেই অবলোকন।
শূন্য শব্দ পৌছে যায়,চোখের চাহনির পটভূমি,
খাঁটি সম্পর্ক মায়ের আদর,জীবন যখন নাট্যভুমি।


মা মা শব্দে স্নেহের ঝরণা,বর্ষে দেহ প্রান্তরে,
রাতদিন অবিরাম,ভালোবাসার স্পর্শকাতর অন্তরে।
মায়ের কাছে সন্তান, নতমাথায় ঝুঁকে সুখ শান্তি,
ঈশ্বরের পাদস্পর্শে যেমনি নেই কোন বিভ্রান্তি।


ঝোঁকা ঝুঁকির নেই কোন দরবার,স্নেহ যে অপার,
তবুও সবাই ঝুঁকি এ বিশ্ব ছলছল আঁখিতে সবার।
কৃতজ্ঞতার অপরিসীম আনন্দ সেখানেই আছে,
যাকে সবাই একনামে ‘মা’ ডাকি শ্রদ্ধা নিমেষে।


এসো চরণ ছুঁই , প্রতিদিন প্রতিবার প্রতি মুহূর্তে,
গতে মা, অস্থিত্বে মা,সমক্ষে মা, রয়েছেও বিমূর্তে।
প্রাণের জননী,জীবনদায়িনী,সিক্ত সলিলা সুখদায়িনী,
সবার উর্দ্ধে সম্পর্ক ‘মা’,সন্তানের কাছে যে ভীষণ দামি।