মৃত কঙ্কালের গায়ে এক ভীষণ বড় প্রশ্নবোধক চিহ্ন,
হাড্ডাহাড্ডি লড়াইয়ে তুমুল জীবনযুদ্ধে আজ ওরা মৃত।
কেউ করে নি মানা একাল সেকালের রাজা নয়তো প্রজা,
মজা লুটছে স্বার্থ সিদ্ধির আয়নায় দেখছে ওদের চেহারা।
কারও স্থান নেই সেই আয়নায় ভীষণ জিদ্দি প্রতারকেরা,
ইনারলাইন পারমিট ছাড়া নিষেধ সবার….হোক না কর্মকর্তা।
আয়নার প্রতিবিম্বে সুন্দর মুখাবয়ব….চোখ সরালেই বিকৃত চেহারা।
নির্বোধ পকেট…সেও জানে না কত অঙ্কের আনাগোনা।
একান্ত অনুগামী ছায়াও পথ ভুলে নিমগ্ন আয়নায়….
চেয়ার পাওয়ার সবথেকে দামী…তুচ্ছ শিক্ষা…
নৈতিকতার মুল্য কতটা?
পকেটে অঙ্ক দান পাত্রে মোটা টাকা…
ধর্মভীরুদের গলায় হীরা।
গোলামের দেশে  হাহাকার জনতা পুঁজিবাদীদের মোহরা,
শুকনো হাতে খাবার তোলে জলের বদলে সেলিভায় রুটি ভিজে।
প্রার্থনা করে মৃত পিতার সুস্থতার নার্সিং হোমের বারান্দায়…
ঘর্মসিক্ত অর্জিত ধন উপহার দেয় ভূয়া চিকিৎসার দৌলতে।
ভেজাল খাবার ভেজাল পথ্য মানুষ বাঁচে কয়েকটা দিন…
পারমাণবিক বোমার থেকেও ভয়ঙ্কর অস্ত্র ছুড়ছে প্রতিদিন।
আশার প্রদীপ আজ দাঁড়িয়ে আছে”জীবনের এক প্রশ্নবোধক চিহ্নে”।