আমি তোমায় মিস্‌ করছি,
অঝোরে অশ্রুবৃষ্টি ধারা বয়ে চলেছে চিবুক বেয়ে…
আমার যে তোমাকে চাই,
মনের জোয়ারভাটার জলরাশি শীৎকার দিয়ে চলেছে অনবরত…
কষ্টের শক্ত বরফগুলি গলে যাওয়ার সময়,
তোমার সানিধ্যে যেতে চাই….
গতবছরের মনের সুখের অংশটুকু এখন ধোঁয়াশা….
ভালোবাসার গাছ থেকে আবার হতাশার মেঘ সরে যাবে….
হয়তো অনেক দিন পর……..তোমার ছবির এ্যালবামে…
আমার তর্জনীর স্পর্শে বুক চিন্‌ চিন্‌ করবে।
আবার হৃদয়ে নতুনরূপে দুঃখগুলো জমাট বাঁধবে,
যেখানে ভালোবাসাগুলি রাখা আছে একান্তে।
আমি যেখানে ভয় করি….সেখানেই তুমি চলে গেলে…
সেখানেও কি কোন স্থান আছে আমার জন্যে…
সেখানে হৃদযন্ত্রণায় ঘেরা বছরগুলো আর থাকবে না…
থাকবে না মৃত্যুর ভয়….কেমোথেরাপির অসহ্য যন্ত্রণা…
ভালোবাসার স্মৃতি দিয়ে আগলে রাখা মুহূর্তগুলো
চোখের পাতায়…ম্লান হবে না।


একটুকু স্বস্থিতে নির্জন জায়গায় বসে থাকবো।
যেখানে তুমি প্রতিদিন তোমার ভালোবাসার স্পন্দনে,
খিল্‌ খিল্‌ হেসে উঠতে ফুলের মতো….তোমার অনুরাগের ছোঁয়ায়,
যেখানে তোমাকে দেখে আমার মুখ ঝলমলে হতো,
আমি জানি সেখানে তুমি, আমায় আর বিরক্ত করবে না।
সেখানে তোমার স্মৃতি নিয়েই আমাকে থাকতে হবে…
আমি শুধু দাঁড়িয়ে তোমায় দেখবো তোমার নতুন সাজে।