আজও মানুষ আকাশ দেখে বিশাল ভাবে…
তোমার আকাশ, আমার আকাশ…সবকিছুই চোখে।
নেই কোন কাঁটাতার নয়তো সীমান্তরক্ষীর কুচকাওয়াজ,
সবাই আছি এক আকাশ তলে ভাগ করেনি দেওয়ালে।
এক আকাশের নীচে ঘরবাড়ি,তবুও মিছেই করে মারামারি,
ক্ষিদের পেটে অন্ন জোটে যৌনতায় সোহাগ ভারী।
পথের মাঝে শুয়ে থাকে দরিদ্র অবুঝ শিশুটি,
রাত্রিবেলায় নিজের মতো আকাশ দেখে ইচ্ছে যত…
দিনের বেলায় আকাশ যেনো সবার ঘৃণায় পরিপূর্ণ…
তার আকাশও সবার মতো আপন হয়তো সবার থেকে।
তবুও দেহমন শিহরণ খোঁজে না…হয়না কেউ সমভাগী
পথের পাগল খোঁজে রাতের আঁধারে রুটি তরকারী,
ডাস্টবিনের উচ্ছিষ্টে বিচার করে না কোন ধর্মের অধিকারী?
পাগল কেবল লড়াই করে খিদের যন্ত্রণায় রাত অবধি,
তথাকথিত সভ্যদের লড়াই চলে অস্তিত্ব রক্ষায়…নিরবধি।
যেখানে মানুষ দেখে ধর্মের আকাশ দুবাই কিংবা ভারতে,
আকাশের রঙ দুবাইতে কি লাল…গেরুয়া কি ভারতে?
তবুও কেনো নীল আকাশ রক্তে রাঙা হয় হিংসা বিদ্বেষে,
দস্তাভেজের প্রথম পৃষ্ঠায় তিন সিংহের অপূর্ব চিহ্নে…
খুঁজে পাইনি স্টাম্প পেপারে দরিদ্র কিংবা ধর্মের চিহ্ন।