মানুষগুলো বড্ড অমানুষ….
কত লোক তো এগিয়ে যায় হাতে হাত রেখে…
আঙুলে আঙুল ছুঁইয়ে দিয়ে যায় স্মৃতিতে এক বিশাল আকাশ।
সেই আকাশে উড়ে…. ঘুড়ি হয়ে কত দেশ দেখে…
কখনো মনের আকাশে খুঁজে বেড়ায় সেই ছোট্ট রাজপুত্র চোখে ভাসে,
কখনো বা পরীর কথা ভেবে দু চোখের ভাঁজে নিদ্রা যায় উড়ে।
ফিরে তাকানোর নেই যে সময়…এগিয়ে যেতেই সবাই চায়,
বাস্তবতায় মান অভিমান রাগ দুঃখ কোথায় হারিয়ে গেছে, কে জানে!
অমানুষের দল তা বোঝবে কিভাবে?
কিভাবে বোঝবে ওরা, যাদের স্মৃতির কোলাজে ধরা পরে না…
অতীতের সুখদ সম্ভার।
কোন দিশায় যাচ্ছে মানুষ ইতিহাসকে পিছনে ফেলে…
আয়নায় কি তার প্রতিবিম্ব কখনো আসে না?
ধরাছোঁয়ার বাইরে প্রতিবিম্বের খবর হয়তো বা ব্যস্ত জীবনে একবার আসে,
যখন মা বলতো, তোর আঙুলে আঙুল ছুঁইয়ে তোকে করেছি বড়।
মা কি জানে?
অনুভূতির পাঁচিল বড্ড পিচ্ছিল….সে পথ পেরিয়ে যাওয়া যায় কি বলো?
পিছুটানে অতীত, সংবেদনায় ভরাট বাতাসে বাস্পকণা জাল বুনে…
তবুও অমানুষ এগিয়ে যায় সবকিছু ভুলে।