তুই আমার ছোট বোন, অনলাইনে পাওয়া মানিক রতন ।
রক্তের সম্পর্ক না হলেও দেখিয়ে দিলি, মন কষাকষি, ভাই বোনের যত্নখানি।
অসাধারন তোর ভালোবাসা, সম্পর্কের মহিমা, চঞ্চল মনের ভাষা।
মেঘবৃস্টির ন্যায়,অশ্রুকনায়, তোর নয়নের ভাষায়,
বুঝিয়ে দিলি তুইই যে আমার অভিমানী,
আমার প্রিয় বনু,  আমার নয়নের মণি।
তোর মনে পরে?রাতের আঁধারে বারান্দায় বসে, চেটিং করতাম সারাটা রাত ধরে,
সেই সোনালি দিনগুলো বেশ ছিলো,তাই না রে?
অনেক কথা হতো, ভারতে আসার কথাও হতো, পাসপোর্ট,ভিসা আরোও কতকিছু,
টাকা পয়সার অভাবে হলো না তেমন কিছু।
এরই মাঝে আমরা… সময়ের ধূসরতা ভালোবাসার গায়ে মেখে,
বিবর্ণ হইনি আমরা, বরঞ্চ হৃদয়ের রক্তে মিশে, সম্পর্কের বাঁধনে,
হয়ে গেলাম…… একই বৃন্তে দুটি আত্মা মনে প্রাণে।
আমি হিন্দু,তুই মুসলিম,নেই কোন নাম,  ভালোবাসায় অবিরাম।
হিংসা,বিদ্বেস ছেড়ে আমরা আজ ভাইবোন,
সব ছাইপোশ,  যতসব সমাজের নিয়মকানুন।
ধর্মের ঠিকাদার,থাকুক না…
আমরা কখনো পৃথক হব না।
আমাদের পরিচয় হউক না,
এক রক্ত, এক ভাষা, এক আত্মা।