আমি একজন সাধারণ মানুষ…
কঠোরতা আমার নেই…
আমি কখনো দুঃখ অনুভব করি না…
চাহিদাও অনেকটাই কম।


কিন্তু আমাদের চারপাশে উপলব্ধি করুন…
কেবল ছুটছে আর ছুটছে…
আমার কোন অভিযোগ নেই..
অভিমান কিংবা প্রতিবাদের ভাষাও নেই।


কিন্তু মানুষ আমার প্রতি যখন প্রতিক্রিয়া দেখায় তা আমি অনুসরণ করি….
আমি আজ আমার চশমা হারিয়েছি…..একটাই ছিলো,
আমি অবাক হয়েছি এমনকি আমি এখন আরও ভাল দেখতে পাচ্ছি ..
মুখের দাগ দেখতে পাচ্ছি না…
বলিরেখার স্পষ্টতাও চোখে পরছে না।


ঈশ্বরের উপহার দেওয়া সুন্দর মুখটি কেবল কল্পনায় দেখা যায়…
আমি শুধু মানুষের হৃদয় দেখতে পাই…….
যেখানে কেবল ঈশ্বর..
যেখানে নিষ্ঠুরতা নেই, মন্দতা নেই…
আছে শান্তি কেবল শান্তি।