বড় হয়েছি যেনো কাল হয়েছে,
আগে বাবা দিত কিনে,
এখন নিজের পরের নিজেই কিনি।
হাতের কাছে পেতাম সেটাই,
যা চাইতাম বাবার কাছে।


আমি ছিলাম বড্ড অভিমানী,
আমার ছিল ভীষণ জিদ তাও মানি।
কাঁদা ছিলো বড় অস্ত্র…
কেঁদে কেঁদে মুখ ফুলাতাম…
যাতে সবার নজর কাড়ে।


বড় হয়েছি যেনো কাল হয়েছে,
এখন আমি কিনি ছেলে নেয়
চাইবার আগেই রাখছি সবই
আহ! নিজের জন্যে নয় ছেলের জন্যে।


আমার ছিলো চাহিদা কম,
ছেলের এখন অনেক ভ্যাম্‌।
নিজেই করছে অনলাইন অর্ডার,
আমার যেনো নেই দরকার।


মাস ফুরোতে টাকা খুঁজে,
মানি ট্র্যান্সফারে।
একটি ক্লিকেই কাজ সাবারে,
হাতের নাগাল পাই না সেথায়,
টাকা গুলো কোন দিকে যে যায়।


মিথ্যে কথা বড় হওয়া…
কান্‌ ধরেছি, জিদ ধরবো না,
বড় হওয়ার সখ্‌ গেছে গুচে,
বড় হয়েছি যেনো কাল হয়েছে।


একটা গোপন কথা বলি শোন,
যত ইচ্ছে বায়না ধরো।
বড় হতে চেয়ো না কখনো,
মনে রেখো কাল হয়েছে যত
অনাবিল আনন্দ হয়েছে তত।