দুঃখ খুশির সমান্তরালে দুলছে প্রতিশ্রুতি,
পেন্ডুলামের দোলায় ঝরে অজস্র অনুভূতি।
এপারে ভালো লাগা …
অন্যদিকে শোকের ছায়া।
অবিশ্বাস্য মন ভাবছে বসে সবকিছুই ছিলো কি অলৌকিক মায়া?
দুর্বল মন মেরুদণ্ডহীন তবুও ভালোবাসা কেমনে প্রাণ পায়?
প্রতিশ্রুতির বাঁধনে বেঁধেছিলে আমায়…
এক ডুবন্ত সন্ধ্যায়…
দূরে তটিনীর বেশে স্বর্ণ বালুকায় আমাদের প্রেম ছিলো এক অধ্যায়।
পারিপার্শিক সমাজব্যবস্থায় অসহায় মানুষ এখনও…
চেয়ে রয় প্রতীক্ষায়,”কখন আসিবে তরী নিয়ে যাবে আমায়”,
“ডুবাইলিরে মোরে কোন অজানায়” কাঁদে কেবল অসফলতায়।
নির্ঝরের স্বপ্নভঙ্গে কোনো অবেলার ঘাটে খালি পরেছিলো দড়ি,
জলের স্রোতে দিশা হারিয়ে সেদিন দিয়েছিলে যে দেশ পাড়ি।
মনখারাপের প্রাঙ্গণে অঝোর ধারায় এখনও যে হতাশার বৃষ্টি ঝরে,
তবুও মন চেয়ে থাকে ঐ নদীটির তীরে।
প্রতিশ্রুতির দুরন্ত প্রত্যাশায় আসবে কি প্রেমিকার নাওখানি ভোরে?
লুকানো কথা ঠোঁটের কাছে দেয় যে সারাক্ষণ হাতছানি।
হবে কি দ্যাখা-কেউ জানে না- তবুও চেয়ে থাকা দূরে…...
যেখানে কোনো মাঝি নিয়ে যায় কার সাথে কার মিলন ঘটাবে বলে,
বসে থাকি শুধু এই কিনারায় একা… নির্লজ্জতার চোখ খেয়ে….
কেবল মাত্র তুমি আসবে বলে…….