তুমি রুদ্র তুমি শশী তুমি চন্দ্র,
তুমি বিদ্রোহী  তুমি শান্ত স্নিগ্ধ।।


তুমি কান্ডারী তুমি বীর যোদ্ধা,
তুমি শক্ত  তুমি দূর্গম বেপরোয়া।।


তুমি অগ্রপথিক তুমি দুরন্ত,
তুমি স্থিরস্থবির তুমি অভয় মন্ত্র।।


তুমি অমৃতসন্তান তুমি তুফান,
তুমি বিধ্বংসী তুমি আত্মশক্তি।।


তুমি মুসাফির তুমি কালিসাধক,
তুমি জাতহীন তুমি ধর্মহীন মানুষ।।


তুমি জাগ্রত তুমি নিশি রাতের প্রহরী,
তুমি সৃষ্টি-সুখের উল্লাসে ছন্দবদ্ধ কবি।।


তুমি উষা তুমি সন্ধ্যা তুমি দুপুর,
তুমি উজ্জ্বল তুমি আনন্দ মুখর।।


তুমি উল্কা তুমি ধুমকেতু তুমি তারা,
প্রণাম  তোমায় আজিকে প্রাণভরা।।