পিচ্ছিল রাস্তা,খাজা না খাস্তা,
ধুর ছাতামাথা,কি যে ব্যাথা ট্যাথা,
পা পিছলেই হলো,মরলেই ভালো।
হাস্পাতালে রুগী,আমরা ভুক্তভোগী,
রাতে এপাশওপাশ,পোস্টমর্টেম ঘরে লাশ।


লাশের ঘরে চকীদার, ঠিকা কিডনি কেনাবেচার।
তোরজোর চলছে, খদ্দের টাকা গুনছে।
লাশকেও ছাড়ছে না, বিবেকেও বাঁধছে না।
দুঃসাহসের কাজ,নেই ভয় নেই লাজ।


বেংকে জমা টাকা, পকেট তাদের ফাঁকা।
ইনকাম ট্যাক্সের খপ্পরে, পালিয়ে যায় জুচ্চরে।
দালান প্রাসাদ,সবকিছুই বরবাদ।
ইহকালের প্রাপ্তি,ইহকালেই সমাপ্তি।


ভোগ করবে কে পরবর্তী প্রজন্ম আবার কে?
আয় করেছে যারা,ভোগ করেনি তারা,
লোভ বাড়ছে,আধুনিকতা পৌছেছে,
উঁচু উঁচু স্তম্ভে, মানসিকতার দম্ভে।