কাঁদাস না রে আমায় বর্ষার ঝমঝমে রাতে,
রাতের আকাশে কালো মেঘ কেনো থাকে?
অজানা ভবিষ্যৎ কি কখনো কাছে আসে,
সে কেমন দেখতে কিংবা কি বা খুঁজে সে?


ধুইয়ে মুছে ভালোবাসা নিয়েছে যে কেঁড়ে,
একাত্তরের স্বাধীনতা কাঁদছে তাকে ঘিরে,
মানুষের আর্তনাদে হৃদয়ে ছুঁয়েছে ব্যথা,
পাশের বাড়ির মানুষেরা গেলো কোথা?


স্বাধীন হয়েছে যারা তাদের কি মনে আছে,
প্রাণ দিয়েছিলো যারা,স্বাধীন হয়েছে কি ওরা,
শরনার্থী শিবিরে দিন কাটে অশ্রুতে সিক্ত হৃদয়,
তাদের কপালে কি ছিলো লিখা “বাস্তুহারা”পরিচয়?


জোর জুলুমের অত্যাচারে গৃহহারা উদ্বাস্তু,
রাজাকারদের অনুচর লুটেছে সম্পদ বিষয়বস্তু।
বেঁচে থাকতে গৃহহারা হয়েছে অসংখ্য পরিবার,
কোন দেশে বাঁচবে বলো, কি বা আছে অধিকার?


রাইয়তে বিশ্বাস ছিলো তাই জমিদারের প্রসার,
ওরাই এখন জমির মালিক সত্যি মানুষ চেনা ভার।
বিতারিত মানব বিদেশি এবার তাই মেনে নিতে হয়,
পরিচয়ে এবার ভারতবাসী তাই যে ভিসা না নিলে নয়।