বেড়েছে আজ অনল দাবানলে ঘাত প্রতিঘাত,
মুষ্টিমেয় বেঁচে আছে চারিদিকে ছড়িয়ে সংঘাত।
ভীরুতা বেড়েছে তবুও অহমিকার নেই প্রতিবাদ,
সংলাপ বেড়েছে আজ কাপুরুষতায় বিশ্বাসে খাদ।


বাতুলতা চাটুলতার অলঙ্কারে স্বাধীনতার বিন্যাস,
নেতাজীর হারিয়ে যাওয়ায় কেউ ফেলেনি নিঃশ্বাস।
‘একবার বিদায় দে মা ঘুরে আসি’নেতাজীতেই বিশ্বাস।
জন্মান্তরের বিশ্বাসে ক্ষুদিরাম-নেতাজী পৃথক নয়,
আবার কোনো এক জন্মে পাবো তাদের নেইকো সংশয়।


এসো হে চির উন্নত মানব আবার চাই ধরাতলে,
মলিন হয়েছে ভারত কলঙ্কিত অমানুষের কবলে।
পায়ে বেড়ি হাতে বেড়ি ফাঁসিকাষ্ঠে নিরীহ মানুষ,
লুন্ঠিত ধর্ষনে উলঙ্গ সমাজ নেই কারো আফশোস্।


দেশের মানুষ ইংরেজসম পুঁজিবাদের হাতে দেশ,
যত পারো লুন্ঠন করো হাজার কোটির সুইস্ ব্যালেন্স।
ভোগ লালসায় প্রবঞ্চকের দল জন্মান্তরে বিশ্বাসী?  
প্রতারকেরাও আবার জন্ম নেবে দেখবে  ভারতবাসী,
কোন ঠিকানায় থাকবে ওরা  দরিদ্র কিংবা ধনী?