আমি অনেকদিন ধরেই স্বাধীনতাকে খুঁজছি,
জন্মের পর থেকে স্বাধীনতা কাকে বলে ভাবছি।
দেখেছি আমি পত্ পত্ করে উড়ছে জাতীয় পতাকা,
অফিসে আদালতে স্কুলে তিরঙ্গা দেশাত্মবোধের ঝান্ডা।
কায়দায় প্যাঁচ দেওয়া গিঠ টেনে নিয়ে উপরে উত্তোলন,
দেখেছি প্যারেড গ্রাউন্ডের রেলিঙে অবলা শিশুর ক্রন্দন।
স্বাধীনতা আমার কাছে নিছক একটি শব্দ………..
স্বাধীনতা স্বাধীনতা বলে আমরা পরাধীনতার গ্লানিতে এখনও তপ্ত।
রুদ্ধ কন্ঠ এখনও মুক্তি চায় অগনিত জনতার অন্তরে,
এখনও ফুটে উঠে নিঃসহায়তা প্রতিটি রমণীর একলা ঘরে।
সাম্যবাদের ভাষায় স্বাধীনতা হরন উজ্জীবিত ফ্রী প্রলোভন,
আত্মচেতনায় বিলুপ্তপ্রায় জনগণ কর্মক্ষমতার অধঃপতন।
গোলামিত সমাজ এখনও গোলাম কেবল হয়েছে হস্তান্তর,
রিমোট রয়েছে দেশের বুকে এইটুকুই স্বস্তি বাকিটা অবান্তর।
উশৃঙ্খলতার চরম দাপট আঁচল টেনে লজ্জা ঢাকে….”স্বাধীনতা”।  
স্বাধীন দেশে পিঞ্জরিত দেশবাসী ইনারলাইন পারমিটে কাঁটাতার,
সুলভ মুল্যের দোকানের বাহানায় বাঁচে চিড়িয়াখানার জানোয়ার।
দুস্প্রাপ্য ফল মানিক রতন অর্জিত কষ্টে অগনিত জীবন,
স্বাধীনতা খুঁজতে গিয়ে পেয়েছি কেবল স্বাধীনতার দহন।