যদি তুমি আকাশ হও…..
আমি রাঙাবো আমার মুখ তোমার নীল রঙে।
সাগর যদি এসে বলে…
কালো মেঘের রঙ আছে এখনও আকাশে বাতাসে,
তা দিয়েও রাঙাতে পারতে কালো নীলে।
তুমিই বলো কার কথা শুনবো এবার…?
রাখবো নাহয় আমার আকাশটাকে মুঠোয় ভরে,
যেখানে আকাশের চাঁদ মাটির বুকেতে জ্যোৎস্নার রঙ ধরে।
নীল আকাশের রংটা নাহয় ভরাক আমার মনটা,
সাগর নাহয় বলুক কথা যাই থাকে ওর ইচ্ছেটা।
হেসে খেলে যাক্‌‌ না জীবন, লক্ষ্য থাকুক আকাশ ছোঁয়া,
হিমালয়ের চূড়ায় উঠে দেখবো কেমন পৃথিবীটা।
খোলা আকাশে মনটা আমার দেয় স্বপ্নের হাতছানি,
হারিয়ে গেলেও হারিয়ে যাবো কতটুকুই বা আমি দামী।
অসীম আকাশে দিগন্তের বাতাসে নেই কোন বেড়া,
জীবনকালের কিছু কথা ভাবনা মিলে হয় কিছু কবিতা।
আকাশের দিকে তাকিয়ে থাকা আর গোধূলির রক্তীম আভা,
জানি আমি রঙিন স্বপ্নে গড়া আকাশ কখনো যাবে না ছোঁয়া ।
আমি জানি,আকাশ মাঝে মাঝে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়,
শুধুমাত্র বিশাল ব্রহ্মান্ডের অনুভবে তারা গুলোকে দেখায়।