হাজার পায়ের শব্দে যখন কেঁপে উঠে হৃদয়…
অবাঞ্ছিত শব্দেরা মৃদু হয়ে তারই সাথে রয়..।
সমীকরণের ভাগফলে কেবল হাহাকার থাকে…
প্রাণ কাঁদে মোর প্রতিবেশীর ছোঁয়ায় আপন মানুষকে ভুলে।
ঋণের বোঝা রক্তে কেবল….
বাকিটা পাশের ফ্লেটের মাসীমার আন্তরিকতায়….
অহেতুক মায়া মমতা পরিবারের আখ্যানে….
দূর থেকে মন জোগানো সহানুভূতির আশ্বাসনে।
সেদিনের রাতে নার্সিং হোমে দিনরাতে অনিদ্রায় বসে থাকে যে মহিলা,
পাশে ছিলো না কেউ রক্তের হিসেব মিলাতে সে বেলা।
ক্লিষ্ট মনে এখানে সেখানে মাসীমা ব্যস্ত সমীকরণে…
বের করে দিতে চাই  আছিলার পরশ যেখানে যেমন অচেনার ভিড়ে…
পাশে থাকে তারাই যখন প্রতিবেশীরা মুখ গুঁজে কাঁদে।
এতদিনের পরে দেখেছি জীবন সমীকরণের হিসাবে মিলেনা কখনো….
দূরের আত্মীয় দূরে থেকে পর হয়েছে,কাছে থেকে অনাত্মীয় আপন…
সমান চিহ্নের এদিক ওদিকে বিশাল প্রভেদ রচে অনুক্ষণ।
ভুলে যেতে চাই সমস্ত হিসাব পরিবার বলে যদি কিছু আছে,
কাছে থেকে যাদের স্নেহের পরশে অস্থিরতায় স্থিরতা আসে…
তাদের কাছেই সম্পর্ক গড়ে ভালোবেসেই সমীকরণ মেলে।