হিমাদ্রীর শিখরে বসে খুঁজি আজ ভালোবাসার বোন…
যৌথ পরিবারের পেইন্টিংএর রঙ গুলি ক্রমশ পুরানো হয়ে ঝাপসা হয়েছে।
ছবি গুলো এখন এন্টিক হয়ে মনের মিউজিয়ামে শোকেসে নিস্তেজ,
আজ আর তেমন প্রাণ খুঁজে পাই না….
উৎসবের দিনে ঝেড়েপুছে,
নতুন কিছু কাপড় পরিয়ে কয়েকটি খুশীর মুহূর্ত…
আবার শোকেসেই সম্পর্কের…শো পিস্।
হাতড়িয়ে অন্ধকারে,জীবন্ত সম্পর্ক খোঁজে আশেপাশে..
নয়তো সোশ্যাল মিডিয়ায়,
দাদা-ভাই-বোন সবকিছুই যেনো আকাশ থেকে পাওয়া সম্পর্কের রসাল ফল।
দিন যায় রাত পেরিয়ে সকালে বদলে যায় পৃথিবীর একাংশ..
গুড মর্নিং থেকে যায় মর্নিং এ,
সম্পর্ক হেরে যায় ইগোর লড়াইয়ে,অসামঞ্জস্যে বাস্তবের জলে ধুয়ে সম্পর্ক হয় ফিকে।
একবছর কিংবা দুবছরের ফোঁটায় বাঁধা ভালোবাসা অকালেই বরফ হয়ে হিমালয়ের চুড়ায়…
দিনগুনে বরফ গলে যাবে কবে?
একক পরিবারের সফল প্রচেস্টায়,মরার উপর খাড়ার ঘায়ে একটি সন্তান..ফেমিলি প্ল্যানিং,
খুঁজে নাও একটি বোন….সম্পর্ক বুঝার আগেই বিশ্বাসের মাথায় হাতুড়ির প্রহার,
ভাই ছিটকে যায় ..বোন ছিটকে পরে…বংশের রক্তের প্রয়োজনে সব নিঃশেষ।
আঁতকে উঠে ভাই-বোনের সম্পর্ক অনিশ্চিত ভবিষ্যৎ…আবার সেই শোকেসে শোপিস,
মূল্য বছরে একদিন,.অন্তরের কোণে পরে থাকে হিমশীতল হয়ে…।।