ঘুটঘুটে অন্ধকার রাত্রি নিশীতে জনগনের হাহকার…
নির্বিকার সমঝদার বুড়া আঙুলে বুদ্ধিজীবীর অঙ্গীকার।
অবহেলিত নিরীহ শিশু বনিতা বৃদ্ধার দমবন্ধের উপচার,
মানুষ মানুষের শত্রু যেখানে উচ্চস্তরীয়দের হিংসার সম্ভার।


চারিদিকে ক্রন্দন নিক্ষেপিত মিসাইল পড়েছে ক্রোড়ে,
শিশুহারা মাতৃর কান্নায় নির্ভেজাল অভিশাপ ছুঁড়ে।
কলুষিত বিশ্ব অস্ত্রসম্ভারে সুসজ্জিত রক্ষায় অস্তিত্ব,
বিস্তারের ইচ্ছায় সুশোভিত গগনমাঝে দম্ভের প্রার্থিত্ব।


যুগে যুগে দেখা দেয় সভ্য সমাজে আদম ইভের ব্যাক্তিত্ব,
উন্নত দেশের বিচারধারায় বিলুপ্তপ্রায় সহজ সরল মনুষ্যত্ব।
কানাকানি-ফিস্‌ফিস্‌ পলিটিক্স অতিরিক্ত চাহিদাই সর্বশেষ,
বুঝেও বুঝে না,শোনেও শোনে না মানবজাতির হবে নিঃশেষ।


শ্যেন চক্ষু পশ্চিমের নজরে মধ্য প্রাচ্যের সব কটি দেশ,
ছোঁবল মেরে ইকনমিকের বিষাক্ত বিষে ছড়ানোই অবশেষ।
নাটো-ইউ এন্‌ ও বিজ্ঞাপণের রঙ বেরঙের নামিদামী মোড়ক,
যুদ্ধ কিংবা যুদ্ধের শেষে উন্মোচনের অনুষ্ঠানে কৃতিত্ব বর্দ্ধক।


বেমেজাল উপাখ্যানে ধংসের স্থিতিতে পশ্চিমীয় দেশ যখন প্রলুব্ধ,
অপেক্ষায় নিরপরাধ দিতে হবে মাশুল দেশের জন্যে শপথবদ্ধ….
যতদিন হিংসার আকাশে বাতাসে থাকবেনা আর বারুদের গন্ধ।
নিস্তার নেই ততদিন,যতদিন প্রভুত্বের বাজারে বিস্তার হবে না বন্ধ।