সময়ে সময়ে আসবেই দুঃসময়ের দাবানল,
আদত সে মজবুর তো দিল কিয়া করে?
বলেই চলে যেতে হয়…..
কেনো বলতো?....বদলাবে কি বিচার ধারা?....
গতানুগতিক কিছু সভ্যতার শিকড়..
আঁকড়ে ধরে হাতে…পিঠে…মুখে…
নাসিকা রন্ধ্রে আজকাল পচা গলা গন্ধ…..জেসমিনের গন্ধের মতো লাগে…
ডালিয়ার সুন্দরতা আজ চোখে পড়ে না….
নগ্ন সভ্যতার রেপিস্টের সংবাদ চোখে…।
মস্তিস্কে প্রভাব ফেলে নিউজ চ্যানেলের….অহেতুক বার্তায়…
অসত্যকে সত্য বানানোর প্রচেষ্টায়…
একের পর এক জালসাজি করে যাচ্ছি ,
সভ্যতার অগ্রগতির প্রচারধারায় পুড়ে ছাই হচ্ছি ক্রমাগত…
ভ্রুক্ষেপের বহির্ভুত আদিমতার সুবাস এখনো বইছে …শিক্ষা হয়েছে পঙ্গু।


ফল্গু নদীর মতো নিঃশব্দে ব্যভিচারিতা,নৃশংসতা,কপটতার আড়ালে…
চলছে রমরমা ব্যবসা দৈনন্দিন জীবনের আদালতে…
দাবী করি শিক্ষিত আমরা কিন্তু ভুলে যাই সভ্যতার পোশাক পরতে…
মেরা নাম জোকার বনেই চালিয়ে নেই সুচারু রূপে নির্লজতার মুখোশ পড়ে..
পোশাক পরা সভ্যতায় ঢেকে রাখি অন্তরের কদর্যতা…সেও ছিলো ভালো….
নগ্ন বেশে নয়তো বাকল পরিধানে মানুষ হওয়ার আকাঙ্ক্ষায় লক্ষ্যে…
সৎ চিন্তায়..আজ মানুষ হয়েছে..
অনেক ভালো ছিলো অশিক্ষত মানুষ সরল সোজা …..শিক্ষিত মানুষের চাইতে,
স্থাপত্য গড়া সৌন্দর্যে আমরা আজ গর্ববোধ করি...
কিন্তু এখনকার কি কোন স্থাপত্য চোখে পড়ে?
আমরা কি আগামীদিনে বর্তমানকে স্থাপত্য বলে আখ্যা দিতে পারবো?
কর্মত আমরা এগিয়ে যাচ্ছি ঠিকই কিন্তু আদিমতার….
সুপ্তমানসিকতা সরিয়ে দিতে পারছি না।