চিরবন্দিত জননী বাংলা তুমি,
ভারত-বাংলার পথিক আমি।
তোমারই শব্দে কথা বলি,
তোমাকেই নিয়ে সাথে চলি।


যত আবদার তোমার কোলে,
শব্দকে নিয়ে খেলছি সাথে।
মুখের ভাষায় তোমার নাম,
জীবন যুদ্ধে তোমাকে সালাম।


এটাই তো তোমার অবদান,
দুটো দেশেই তুমি বিদ্যমান।
তোমার বুকেই অনেক ভাষা,
সিলেটি, বরিশালি, ঢাকাইয়া।


নোয়াখালি, চট্টগ্রাম,কুমিল্লা,
ত্রিপুরা, আসাম,গ্রাম বাংলা।
ইস্টবেঙ্গল এবং মোহনবাগান,
দুটোতেই মিশে বাঙ্গালীর প্রাণ।


ক্যালকেশিয়ান বাইরে বলি,
বাড়িতে নিজের হিসাবে চলি।
ইচ্ছেমতো তোমাকে সাজাই,
ভালো মন্দের লাগাম ছাড়াই।


অকথা কুকথা মনে যা ভাবি,
সেখানেও তোমায় কি করে ভুলি।
তুমি রক্তরন্ধ্রে স্নিগ্ধ প্রবাহিণী,
তুমি শান্ত সলিলা সঞ্চারিণী।


দুঃখেও তুমি সুখেও তুমি জননী,
বোবার কন্ঠে তুমি শক্তিদায়িনী।