ঝেড়ে ফেলা কিছু বাস্তব অবাস্তব ইচ্ছের আবর্জনায়…
হঠাৎ দেখা পলিথিনের পেকেটে বাঁধা একটি ভালোবাসার মুহূর্তের,
দমবন্ধ হয়ে পড়ে আছে কিছু ছুটি দেওয়া ইচ্ছে গুলোর সাথে।
আরও কতজনের কত ইচ্ছে এসে জমা হয় সেখানে, ইয়ত্তা নেই।
সময়ের কুহেলিকার প্রহরে ছত্রাকের জন্ম নেয় সেখানে হৃদয় চিরে..
ক্ষত নির্গত উষ্ণ শ্বেতকনিকার আত্মহত্যায় কখনো উপশমে,
হৃদয় বিদারক করুণ কাহিনী ছন্দে লিপিকায় প্রকাশে কবির কলমে…
সে ‘গত’ অতঃপর, কাহিনীর উপসংহারে পাঠকের মন কাঁড়ে
হে অতীত,কোথা আছ তুমি?
যেখানে জীবন্ত ছিলো আমার আশার শীষমহল ইচ্ছের রাজকীয়তায়,
ঝলমল করতো প্রতিটি প্রতিবিম্ব আমার হৃদয়ের চিলেকোঠায়..
আলো ঠিকরে পরতো জীবনের প্রতিটি রাগ অনুরাগে।
আপোষ করে মানিয়ে নিতাম সমস্ত ইচ্ছেকে অনুভূতির মোড়কে,
সংবেদনশীল অনুভূতি গুলোর বিরূপ মন্তব্যে প্রায়ই দুঃখ পেতাম,
অভিমানী মন অসহায় যখন প্রলেপ দিত নির্বিধায় অশ্রুকন্যা।
জমাট বাঁধা অশ্রু এখন গলে না, থমকে গেছে গতিময় জীবনধারা,
ডাস্টবিনে পরে আছে দুমড়ানো মোচড়ানো ইতিহাসে রচিত কাব্যগাথা,
সময় প্রবাহে হেরে যাওয়া প্রেমিকের কাছে মূল্যহীন ভালোবাসা,
সে যে এখন একটি ছেঁড়া জীবনের অপ্রকাশিত নগ্ন ইতিকথা।