জন্মেছিলি মা আমারই ঘরে।
হাসি ফোটালি আমার মনে,
বাইশটি বছর আগে।
কিশোরী হয়ে করলি…
কত না আব্দার।
সাজিয়ে গেলি ঘর দুয়ার,দুহাত ভরে।
দেখিয়ে দিলি হবে না কিছুই,তোর অবিহনে।
বয়স হলে বিয়ে হবে,
তুই তো জানতিস,
তাহলে এতো মায়া,
না দিলেও পারতিস।
যা-মা-যা-চলে,কাঁদিস-না-মা চোখের জল ফেলে।
দেখবি ওরাও ভালো মানুষ,
রাখবে তোকে স্নেহে।
আমার মতোই ভালোবাসবে,
সারাটা জীবন ধরে।
কিছুদিন পর ওটাই হবে,
তোর ভালোবাসার বাড়ি,
সবাই বলবে কি বউমা,যাবে কবে তোমার বাপের বাড়ি?