ছুটে যেতে চায় মন সময়কে পিছনে ফেলে,
ছুটছি কেবল ছুটছি কেবল সুখ দুঃখের কক্ষপথে।
একবার চাঁদের টুটি চেপে বলেছিলাম কি সুন্দর!
সে এখন স্মৃতি, হয়তো সময়ের গতিপথে তার মূল্য অবান্তর।


বুলেট গতিতে এগিয়ে যেতে যেতে পদতলে দলিত কত ঘটনা,
দুমড়ে মোচড়ে ক্ষত বিক্ষত দেহে আজ সে কেবল রটনা।
সেকালের ভিজে উপেক্ষিত আবেগগুলো ঘুমুতে দেয় না,
সে এখন স্মৃতি, হয়তো হৃদয়ে জমে থাকা কয়েকটি ধূলিকণা।


অবাধ গতি কোন কারনে থেমে যাওয়াই যেনো বিসঙ্গতি,
যেনো থেমে আছি আমি আমাকে নিয়ে….
পাশ কেটে যায় অনুভূতি।
পিছনে ফিরে তাকানোর সময় নেই….
যদিও সোনালী স্বপ্ন আসে মনে।
সে এখন স্মৃতি,… কি চায় সে……?


তবুও গোধূলিবেলায় নির্জনের আলাপে সুখ গুলোকে ডাকি ডাকনামে।
গতিহীনতায় সময় একতরফা জীবনের ছন্দে পরিবর্তন হয়,
বেমানান মন খারাপের অস্ত্র গুলো বুকে নিক্ষেপিত হয়,
তখন সুখের স্মৃতিগুলোকে ডেকে আনি তাদেরই একান্ত চেনা ডাকনামে।
সে তখনও স্মৃতি…..
অবহেলিত ছিলো সেই সময়ে….
ভয় লজ্জায় একটু একটু করে সাহস জোগায় আমার মনে…
সে তো অস্ত্র নয় তবুও প্রাণপণে চেষ্টা করে ধনাত্মক ইঙ্গিতে.. বলে…
আমি তোর স্মৃতি, আমার অবিহনে তুই নিজেকে ভাবিস কি করে?