মুখ ভার করা সময়ের মাঝে রাত আকাশে সূর্য্য হাসে,
বেয়াদ্দপি অভিমানের আকাশে উন্মুক্ত হৃদয় ভাসে।
ভালোবাসায় শখের মাদুর পেতে জ্যোৎস্না গালিচায়,
রংবেরঙের ফানুস উড়ে মন আনন্দের হৃদ আকাশে।


গোপন প্রেমের অন্তর্বাসে মন খোলা তবু বদ্ধ দ্বার,
ব্যভিচারিতার নিয়মাবলীতে প্রেম যে পাগল রুদ্ধশ্বাস।
কষ্টে বাঁচা প্রেমের গলিতে ফাঁদ পাতা সহস্র আঁখি,
মন বাঁচে প্রেমের তাগিদে দুটি মনের বোধন হ্রাস।


বাঁচতে গিয়ে দুটি অন্তর দৃষ্টি অগোচরে ডানা মেলে,
প্রেম বাঁচে না ধর্ম বাঁচে তারই হিসাব হচ্ছে আজ।
ভিন্ন জাতি ভিন্ন সংস্কার সবই যেনো অনর্থক লাজ,
হারিয়ে গেলেও হারিয়ে যাওয়া ভ্রুক্ষেপ নেই খুশি পেলে।


সহজ সরল জীবন যেনো ব্যস্ত কেবল উশৃংখলতায়,
খোশ মেজাজে নিরুপায় ভাবনা শুধু শূন্য সার।
হঠকারিতায় মাঠে নেমে হোঁচট খেয়ে পা পিছলে,
নিজের ফাঁদে পা দিয়েছে আচ্ছা ওরা যাবে কোথায়?


প্রেম বিনা হয় না জীবন তাই বলে কি অযথা মুর্ছনা?
শক্ত খুটি জীবনসঙ্গী নিয়ম মেনে চোখ খোলে পথ চলা।
সেইতো দুটি প্রাণ এক হয়ে যায় নিবিড় চিত্তে একাসনে,
আকাশের পানে চেয়ে দেখো করছে খেলা মেঘ বলাকা।