বারো মাসে তেরো পার্বন টাইপ রাইটারে নীল কার্বন,
নীল কার্বনে সুখ আসে, দুঃখ গুলো কালো কার্বনে ভাসে।
সংবেদনশীল লাল ফিতায়, চিঠি লিখে কালো ফিতায়,
টাইপ রাইটার নো রিপিটার, ভুল হলে মাফ নেই যার।
সবাই যখন কমপিউটারে, টাইপ রাইটার দুঃখে মজে।
কমপিউটারে লিখো লেটার, এডিট্‌ করো বার বার..
টাইপ রাইটারের দুর্দশায় কম্পু দিদি হাসে,
টেপু দাদা রেগে মেগে তেলে বেগুনে জ্বলে,
বলে কিনা টেপু দাদা, কম্পুর কি শক্তি আছে?
গুতো দিয়ে পেনড্রাইভ নেয় যে সব শুষে।
ইচ্ছে মতন প্রিন্ট দিতে কি কম্পু দিদি পারে?
আমার হাতে যতই বলো প্রিন্ট সাথে সাথে।
পেনড্রাইভ্‌ হার্ডডিস্ক এদের নতুন অলঙ্কার,
এস্‌ এস্‌ ডি বড্ড স্মার্ট চিকনি কোমর বেশি ফাস্টার।
ফেক্স হলো অচল কিন্তু টাকা রসিদ স্বচল।
হাতের কাছে অলস মানুষের কম্পু দিদিই সম্বল।
তিস্টে থাকুক কম্পু দিদি আরও কিছু বছর,
আমার নাহয় জায়গা হবে কোন এক জাদুঘর।