পথিক যায় আসে উলু খাগড়া মাথা নাড়ে,
ঝাউ গাছ বনে বাতাসের খপ্পরে পাতা ঝরে।


বাঘেরা জঙ্গলে ব্যস্ত সবাই অধিপত্য বিস্তারে,
সিংহের সাথে বন্ধুত্বে নারাজ সবার অন্তরে।


খরগোশের সাথে মিত্রতা করে হরিণের দল,
ভারী মজা ছুটাছুটি একে অপরের জন্যে পাগল।


গাছের ফল গাছে পাকে অপরূপ সৌন্দর্য কেবল,
ঝাপাঝাপিতে উস্তাদ মগডালে বিরাজমান বাঁদরের দল।


দূর থেকে ইশারায় চিৎকারে পাখিদের চেঁচামেচি,
শিকারীর দল এসেছে বুঝি চলছে বনে হাঁটাহাঁটি ।


বুঝতে পেরে বনের রাজা সিংহ এলো গুহার বাইরে,
সাথে এলো বাঘ মহাশয় থাবার নোখ পরিস্কার করে।


দেখছে ওরা দূর থেকে তিনটি শিকারী এসছে তেড়ে,
বাঁদরগুলো ভয় পেয়ে ঝাপায় গাছ থেকে ও গাছ ছেড়ে।


শিকারী গুলো ব্যাতিব্যাস্ত এক ঝাঁক বাঁদরের উৎপাতে,
এমনি সময় শিকারী ভয় পেয়ে ট্রিগার টিপে শুন্যতে ।


ঠিক তখনই বিষাক্ত পিঁপড়ার দল চেপে বসে পায়ে,
এক কামড়েই কুপোকাত দুটো শিকারী ছুটলো ভয়ে।


সবাই তখন আদর করে জড়িয়ে ধরে পিঁপড়ার দলকে,
মুক্তির খোঁজ বন্ধনে আছে বুঝলো সবাই একে অপরকে।