জয় ভারতমাতার জয়, বন্দেমাতরম চেঁচিয়ে কন্ঠস্বরে,
রাস্তায় শ্লোগানে সোচ্চার দেশবাসী অন্দরমহলে উপেক্ষিত মনোবল।
যেনো মুক্তি চাই মুক্তি চাই বলে আকাশে বাতাসে…
রাস্তার শ্লোগানে মুখরিত আকাশে জাগায় আলোড়ন।
কোথাও যেনো অদৃশ্য শক্তি তাড়া করে পেছনে…
কত মানুষের মনে জমে থাকা ক্ষোভ ফেটে উঠে।
জয় ভারতমাতার ধ্বনীতে উচ্চারিত শব্দে কুহেলিকা প্রকাশে…
কি হবে ভেবে শৃংখলিত জীবনে…
মরণ আসে যদি পার পায় এ ভুবনে।
আসবে কি সেদিন যে স্বপ্ন ছিলো কভু স্বাধীনতার প্রাককালে,
ইতিহাসের আশা রয়েছে নির্বাসিত অন্ধকূপে…
ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন ভারতবাসী খুঁজে আলোর দিশা,
যা ছিলো আগে এখনও তো তাই আছে বদলেছে কি কিছু?
অন্ধকারে অন্ধ চোখে খুঁজে বেড়ায় চোখ খুলে না কভু।
রংচড়ানো স্বাধীনতায় প্রলেপ পরেছে ভ্রস্টাচারিতার রঙে,
স্বেচ্ছাচারিতার অনৈতিক দখলে আজ সোনার ভারতবর্ষ,
রাজকীয়তার চাবুক কষে…।
চরম দাবানলে পুড়ছে মানুষ হায়রে যাবে কোথা যাবে বলো?
নিঃস্ব অসহায় দুঃখ যাতনায় ভুগিছে এ ভারতের তিরংগা তলে,,,
পথের শ্লোগান পথেই পরে রয় লিফলেটে পতাকা পদতলে।
কৃষকদের রক্ত ঝরে ধানের শীষে……
তবুও থেকে যায় ইতিহাসে গোলামীর রেশে,
একমুঠো ভাত ঘরে নাহি পায় তবুও মাঠে যায় একটুকু আশায়।