আমি নেতাজী হতে চেয়েছিলাম,কিন্তু পারিনি
পারিনি কারন আমার তেমন সহ্যশক্তি ছিলো না
ছিলো না আমার সময়ে স্বাধীনতার সংগ্রাম কিংবা সহচর
সহচররা তেমন বিশ্বাসযোগ্য নয় তাই সৎসাহস নেই
সাহস নেই বলেই আজ আমি বীর নই আমি সাধারন মানুষ
সাধারন মানুষদের মতোই আমার বিচারবুদ্ধি বীরের মতো নয়
নয় ছয় করেই নেতা হয়েছি ঠিকই কিন্তু জী হতে পারিনি
পারিনি দিতে প্রাণ বলিদান যেখানে কৌশলে হত্যা করেছিলো
হত্যা করেছিলো বীর সুভাষকে ক্ষুদ্র স্বার্থে একদল জীব
জীব এখনও আছে আমাদের মাঝে কত বীর হারিয়ে গেছে
হারিয়ে গেছে সৎসাহসের অভাবে কিংবা কূটনীতির আঘাতে
আঘাতে আঘাত করা সেই সব জীবদের ক্ষমা করা হলো
করা হলো আমরা কাপুরুষ তাই ছেড়ে দিলাম উদারতায়
উদারতার বলি হলাম আমরা চাপিয়ে দেওয়া হলো অন্য এক ভাষা
ভাষার সাথে অত্যন্ত খুশি হলাম রাষ্ট্রীয় সঙ্গীতের মর্যাদায়
মর্যাদা দিতেই হারিয়ে গেলাম ভুলতে বসলাম মাতৃভাষা বাংলা
বাংলা আমার তোমার সবার হতে হলে আবার নেতাজীকে চাই
চাই স্বামী বিবেকানন্দ নেতাজী সুভাষ রামকৃষ্ণ চাই
চাই রবীন্দ্র  মাইকেল  সুকান্ত জীবনানন্দ শরত বঙ্কিম চাই
চাই কলকাতা চলো চাই এপার বাংলা ওপার বাংলা এক হওয়া চাই।