নাই বা বললে কিছু অজানা কথা…
কবিতার সারমর্মে বুঝিয়ে দিতেও তো পারতে,
আকার ইঙ্গিতেও বুঝিয়ে দেওয়া যায় কিছু অধরা..
সেটাও তো তুমি জানতে।
সব কবিতাই তো মনের ভাষা…
অধরা প্রেমের পরিভাষা…
যেখানে তুমিই নায়িকা…
সেটাও তো তুমি জানতে।
বেকারত্বের একাকীত্বে যখন দিশেহারা…
তখনও পাইনি কোন সাহারা,
তুমি ছিলে তোমার মতো আমার হৃদের মাঝে,
সেটাও তো তুমি জানতে।
তোমার অপ্রেমেই আজ আমি প্রতিষ্ঠিত,
তুমি জানতেই পারোনি এখনো,
অবহেলায় ফেলে আসা জীবন আজ,
সাফল্যের চাবি কিন্তু তোমারই স্মৃতিতে…
সেটা কি তুমি জানতে?
সময়ের হেরাফেরিতে
জানতে কি কিছু?
আজও আমি অপেক্ষাতে,
জানি ভুলো নি কিছু।
তবুও মন চায় লিখতে
নিংড়ে দেই কলমে সম্বলটুকু,
তোমার অজানতে!