ওয়াশিং মেশিনে কচলে নিচ্ছে,
বিপদে পড়েছে মধ্যবিত্ত।
নিংড়ে ফেলা রস দিয়ে মালাই খাচ্ছে,
উচ্চবিত্ত আর নিম্নবিত্ত।


হাজার লাখ কোটি টাকার ঋণ্মুক্ত,
উচ্চবিত্ত যেনো জনসম্পদ।
ফ্রীতে ভরাট রান্নাঘর চাল ডাল আটা,
ব্যাংকের ঋণ নিয়ে চম্পট।


হাজার কোটি টাকার ঋণের বোঝা,
পুজিপতিরা লুটছে মজা।
ফুঁৎকারে উড়িয়ে দেওয়া হিসেব নিকাশ,
হাহাকার জনতার ঘাড়ে বোঝা।


ইনকাম করছে মধ্যবিত্ত ট্যাক্স দিচ্ছে তত,
পেটে কেটে উপার্জন।
আড়াই লাখের বাঁধাধরায় ইনকাম ট্যাক্স
চলছে নিয়ম নিরীক্ষণ,


পরের বছর ফিরে পাবে স্ক্রুটিনি অন্তর
মধ্যবিত্ত যেনো বোকা যন্তর।
দেশের রাজা সর্বনাশা বেধেছে নিয়ম যা ইচ্ছে তা
দিচ্ছে হানা করছে বেহাল।


ধোলাইর পরেও কপাল জোরে মধ্যবিত্ত
বেঁচে আছে আজকাল।