তুমি আসবে কি না জানি না তবুও কানে বাজে তোমার আহ্বান..
তুমি আসবে বলে  ভ্রমিত মন অপেক্ষায় থাকে তোমার জন্যে।
--------তিরিশটি বছর আজও শুন্য ডায়রির সাদা পাতায়…
তুমি আসলে পরে কালির আঁচড়ে লিখে নিও তোমার ইচ্ছে মতো কবিতা।
-------রেখেছি পাশে ছোট্ট ঠাই যেখানে মাথা ঠেকাতে তুমি প্রতিদিন…
-------ধুপকাঠির সাথে নিয়ে আসতে কয়েকটি চন্দ্রমল্লিকা।
তুমি আসবে বলে….
কাল বিকেলে দমকা হাওয়া শুকনো পাতা পরিস্কার করে গেছে,
ধুপকাঠির না জ্বলা শেষ অংশগুলো আজ আর নেই।
গুমোট গন্ধ বসন্তের বাতাসে চলে গেছে,
একটি  কিটকেট চকলেট  কে যেনো রেখে গেছিলো…
রেখেছি সযত্নে তোমার অপেক্ষায়।
সেদিন রাতে জেগে ছিলাম আসবে বলে আসনি, কথা রাখো নি সেদিন…
তুমি আসবে বলে….
ঝরা পাতারাও গাছের থেকে পরে না….যদি নোংরা হয়…
স্তব্ধ মরশুমের প্রাকৃতিক সৌন্দর্য্য নতুন করে কচি পাতার ফাঁকে দেখা দেয়,
সারি সারি বৈশাখের কপৌ ফুল গাছে ঝুলে “স্বাগতমে” তোমার অপেক্ষায়…
সযত্নে ছবি আঁকে বসুন্ধরায় নীল আকাশের নিচে…
জন্ম মৃত্যু ভুলে একই রঙে রাঙাবো  আবার জীবন হত পথকালে।