ড্রিবলিং করে জন্মের ক্ষণ থেকে অনেক দূরে…
ভালো মন্দ বিচারে উড়ে চলে পাখনাবিহীন মনোচিল।
নিঃসঙ্গ মন উড়ে চল অসীমের পানে….
যারে খবর রাখে নি কেউ কোন দেশ তার,ঠিকানা কোনখানে।
সূদুর প্রাসারী দিগন্তে মন ধেয়ে যায় কোন আলেয়ায়…
সময়ের স্রোতে কত মন ভেসে যায়,বেদনার দরিয়ায়।
কে রাখে কার খোঁজ?
মন ভেঙ্গে যাওয়া আরশির কাঁচে শিশিরের আবছা প্রলেপ তাতে,
শুকিয়ে যায় সময়ে,পৃথিবী থেমে থাকে না কোন অজুহাতে!
মনের বাগানে অনেক মন কোনায় পড়ে থাকে…
কজনার মন মিশে যায় মনের মোহনায় অন্তরঙ্গতাতে?
একগুচ্ছ গোলাপে কে পায় আসন কোটের পকেটে…
কার কাছে চলে যায় প্রেমিকের হাত ধরে প্রেমিকার হৃদে।
থেমে নেই সংসার,নিতে হয় জীবনের স্বাদ রামধনু হাতে পেলে।
কোন রঙে রাঙাবে এবার অবহেলিত মন?
ভালোবাসায় কোন রঙ মানায় ভালো তা যদি জানতো…
আনাচে কানাচে অখ্যাত মনেরা তবে বেছে নিতে পারতো।
শুনেছি লাল রঙ মানায় ভালো….
তাহলে মন গুলো যে ক্ষতবিক্ষত রক্তাক্ত লাল, কেনো অবহেলিত…
কেনো মস্তিষ্কে জটলা পাকে হৃদয় হয় উচ্ছ্বাসিত…..?