স্তব্ধ প্রতিবাদের ভাষার গোড়ায় উঁইপোকা,
খঞ্জর কৃপান জং ধরা শানিত ভোঁতা ছুরিকা।
ভাগ্যের পরিহাসে আজ কান থেকেও বধির,
টোকায় লিখা সংলাপে পাঁচমিশালির নজির।


ফোন ট্রেপে জবানবন্দী কারও অনুমতি অবিহন,
বিজ্ঞানের উন্নতিতে আজ মানুষ হয়েছে নিরাভরণ।
তোমার আমার ভাষা সবার সমক্ষে পৌছে যায় ,
সবার মনস্তাতিক গবেষণা চলে ডিস্কের মজিয়ায়।


হাসির কথায় সবাই হাসে কথা গিলে গোগ্রাসে,
দুঃখের প্রলেপে ফেসবুকে হাসির ইমোজিতে হাসে।
রেপিস্টের গতিবিধি সবাই বুঝে তবুও তরুনীর সাহস,
ভদ্রতার পোশাকে চালায় ছুরী এতে ওর কি দোষ?


পৃথিবী শান্ত সমাজ ক্লান্ত দুঃসাহস প্রচন্ড বসুন্ধরা ক্লেদাক্ত,
ঝরে পরে ক্লান্ত সমাজে মেঘের আড়ালের বিদ্যুৎ প্রকান্ড,
কাঠগড়ায় নিশ্চুপ অবলা নিজের কাছে নিজেই ক্ষমাপ্রার্থী।
ছুটন্ত জীবনে কালিমাই রবে চিরকালের সাথী,তাতে দোষ কি?