অন্তরের কাছেই সকল মন কেনো আসে বন্দী ঘরে
বন্দী ঘরে দানা বাঁধে অন্যের ব্যথা নিজের ব্যথায়
ব্যথায় ভরা যাযাবর মন ঠিকানার খোঁজে নিঃশব্দে
নিঃশব্দে স্পর্শে কোমল হৃদয়ে হতচকিত মন তখন
তখন কখনো মনের আকাশে পাখনা মেলে দুঃখ ভুলে
ভুলে মন পায়চারী করে কেনো অনেকের অন্তরে?