মা - গো - মা কোনটি তোমার আসল রূপ?
কোথাও কালো কোথাও হলুদ,হয় যে বড্ড চুক।
মন্ডপে মন্ডপে তোমায় দেখতে গিয়ে…
ভাবছি বসে একলা ঘরে।


দেখেছি তোমায় শারদ প্রাতে,
কুয়াশাছন্ন শিউলির সাথে।
দেখেছি তোমায় দিন দুপুরে সন্ধ্যায়,
ধুনুচি হাতে কি অপরূপ মহিমায়।


দেখেছি অনেক তোমার বাপের বাড়ি,
সেকেলে ভাঙা ঘরের তোমার পুজোর বেদী।
কোথাও আবার নিত্যনতুন সাজানো দালান বাড়ি,
ঝাড়বাতির আলোকসজ্জায় চোখ ধাঁধানো ফুলঝুরি।


তোমায় দেখতে যাওয়া আজ আর সয় না,
হেঁটে হেঁটে ভীড়ের মাঝে ব্যতিক্রম আর হয় না।
উশৃঙ্খলতার বড্ড মেজাজ,
পুলিশের হুইসেলের তেমনি  আওয়াজ।


পাশের বাড়ির কুঁড়ে ঘরে পুজার সময় তুমি বুজি আসো?
সেখানে যদি তুমি আমার মন প্রাঙ্গনে একটু বসো….
মনেপ্রাণে ভক্তিভরে পুস্পাঞ্জলি ধূপ ধূনা দূর্বা,
তাহলে কি পূর্ণ হবে না তোমাকে দেখার আশা?