উল্টো পথে হেঁটে দেখো,
আছে কত সুখ।
পৃথিবী এখন উল্টো ঘুরছে,
সৎ পথে আছে দুখ।


রক্তচোষা মানুষের দল,
ঘুরছে দেশে নেতার বেশে।
হাতের কাছে ক্ষুধার্তরা,
পেটে ভাতে ওদের পোষে।


আমরা আছি আমাদের দেশে,
নেই কোন বিদেশির ভয়।
তবুও যেনো মনে হয়,
স্বাধীন দেশে পরাধীনতার জয়।


সাদা পোশাক সাদা চামড়া,
কি বা আছে বিভিন্নতা।
রক্ত চোষার মিটবে ভুক্‌,
ভোট তো দেবেই ভোটদাতা।


ব্রিটিশের হাতের চাবুক ছিলো,
পেটে ভাতে বাঁচা যেতো।
বদলে গেছে তারই রূপ,
সকল দিকে কামুক যতো।