কি যে হলো আজ স্মৃতির পাহাড়ের চূড়ায় কেউ নেই আমি একা,
দিগন্তের আকাশ ছুঁয়ে দৃষ্টি মেঘলা আকাশের দিকে তাকিয়ে থাকা।


অশ্রু নদীর মতো বইছে কোন অজানা বৃক্ষের শিকড় ছুঁয়ে,
পদস্খলনের গভীর আতঙ্কে হৃদকম্পনে উঠছে ঝড় রক্ত চুঁইয়ে।


বইছে অশ্রুনদী এলোমেলো ভাবনায় মনের সন্দিহানের আশেপাশে,
সহজবোধ্য সংকেতের মলমে বক্ষজুড়ে সন্দিহানহীনতার বশে।


হিমানী বিচ্ছুরিত ঝলমল আকাশে আলোর তরঙ্গে মুখ যেনো হাসে,
রুপের বাহার প্রকৃতির স্পর্শের ছোট্ট ছোট্ট চুম্বনে দুটি মন আবার ভাসে।


প্রতিশ্রুতির লহমায় সব তাল মিলে দুটি মনে পিয়ানো বেজে উঠে,
বেলে নৃত্যের ছবির মতো অন্তরঙ্গতায় কত যে মধুর স্বাক্ষী জুটে।


সূর্যাস্তের লাল আভায় পাখনা মেলে মনের আকাশে সুখ গীতিছন্দে,
দুটি মনের পাথরচাপা তৃষ্ণার্ত অনুভুতিরা আবার প্রাণ পায় আনন্দে।