কষ্ট...
আমি চির কৃতজ্ঞ, তোমার কাছে।
তোমার জন্য আমি পৃথিবীর আসল রূপ দেখেছি।
কষ্ট...
আমি তোমার কাছে চির কৃতজ্ঞ।
কষ্ট...
তুমি আছো বলেই, আমি সুখ কে খুব অনুভব করি।
কষ্ট...
তোমার কারণে আমি পৃথিবীকে নতুন করে চিনেছি।
জানো কষ্ট? তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু,
হাত বাড়ালে ই তোমাকে আমি খুঁজে পাই।
কষ্ট, এটাই আমার বড় পাওয়া।
আমার মতো কার এতো সৌভাগ্য আছে, কষ্ট?
তোমার কাছাকাছি থাকার।
বড়ই কৃতজ্ঞ তোমার কাছে।
পাশে ছিলে, আছো।
তুমি আছো বলেই বেঁচে থাকার ইচ্ছে হয়,
সবাই তো চলে যায়।
অথচ দেখ! তুমি আমাকে আগলে রেখেছো।
কষ্ট...
আমার চোখের জল ও, তোমাকে ভালবাসে।
তুমি আসলে জল ও আসে।
তোমাকে দেখবে বলে।
কষ্ট, ভেজালে পূর্ণ পৃথিবীতে, তুমি নাকি খাঁটি।
মানুষকে পরিশুদ্ধ করো।
কষ্ট থেকো আমার সাথে।
আমি তোমাকে বিদায় দিতে চাই না।
তুমি যে আমার সেই চির চেনা বাল্যবন্ধু।