মৃত্যু যখন পারেনা ফেরাতে
                 সেই যে মহৎ দান -
মৃত্যু পাড়েও গেয়ে চলে তারা
                  জীবন জয়ের গান ।


কত  ফাঁসিকাঠ পূজাবেদী হয়ে
              দড়িতে গেঁথেছে মালা  
দেবতা হয়েছে অমরত্বে
              ঘুচাতে বন্দী জ্বালা  ।


মানুষ দেখেছো      মানবতাবাদ
                      কোন পূণ্যের আশা
দিয়ে গেছে শুধু        চেয়ে গেছে
                       মানুষের ভালবাসা ।


কতটুকু তার আছে স্মৃতিভার
              ইতিহাসের পাতা
জীর্ণ হয়েছে ধূলোর পাহাড়ে
               মুছে গেছে শোকগাঁথা   ।


আমরা আজকে স্বাধীন হয়েছি
                  তাঁদের কর্মফলে
বল দিয়েছেন মনে প্রাণে
                মোদের মত হীনবলে  ।


তাঁদের আশা সাধ ও স্বপ্ন
                 বুকের মাঝেতে রেখে
পাষাণ মূর্তি বা স্মৃতিফলকে
                 আজকে গিয়েছে ঢেকে  ।


তাই শুধু মনে রেখো সযতনে
                     তাঁদের আদর্শখানি
মূর্তি বেদীতে কোনো এক কোণে
                    হেলায়  ফেলোনা টানি  ।


দিন প্রতিদিন ঋণের বোঝা
               যাচ্ছে আরো বেড়ে
গড়তে হবেই স্বদেশ মোদের
               তাঁদের মতো  করে   ।।