এ কোন ভদ্র সমাজে আছি মোরা ?
ভাবতেই লাগে বড়ো লজ্জা,
যে সমাজে নারীর সম্মান নিয়ে প্রতিনিয়ত খেলা করছে কিছু দস্যুরা ।
এই পরুষরূপী কিছু নরপিশাচরা লালসা মেটাতে বেছে নেয় নারীর দেহ,
ভাবতেই লজ্জা হয়,এটাই কী ওদের
বীরত্ব ?
বর্তমান সমাজটা সত্যিই কলঙ্কিত
আজ ফুটন্ত কলির মতো ছোট্ট শিশুটি হয়
লালসার শিকার,
জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা,
সবে মাত্র যৌবনে পা রাখা নাবালিকা হয়
যৌনতার শিকার,
সত্যিই কী ওরা মানুষ?
না দৈত্য দানব।
বর্তমান সমাজটা কালনাগিনীর বিষের মতো
বিষাক্ত,
একলা নারী, পথ চলতে ভয় পায় আজও
শুধু কিছু মানুষরূপী
পশুদেরই জন্য ।
তাই তো বলি হে নারী তুমি নিজেই
করো নিজের সম্মান রক্ষা,
কারণ তুমি যেমন মা , তেমনি বোন ,
তেমনি রমণী, তেমনি অসুর বিনাশীনি
দেবী দুর্গা!