আজ রঙে রঙে রঙিন হবে
     আপন এই কায়া,
রঙে শুধু আজ দেহ নয়
     রঙিন হবে এই ধরা ।
বসন্তের রঙ লাগাউ আজ
         আপন প্রাণে,
রঙে রঙে রঙিন কর
  আপন এই জীবন টাকে ।
রঙ তো ওই নীল আকাশে
     সবুজ ঘাসে ঘাসে,
রঙ তো ওই রঙ বদলানো
     মানুষগুলোর গায়ে ।
বসন্তের এই রঙের খেলায়
    আজ মাতবে সবাই,
দেখবে এই খেলায় আবার সামিল হবে
     কিছু মানুষরূপী গিরগিটিরাই ।
বসন্তের এই রঙের খেলায়
কোথাও বা রঙিন স্বপ্নকে ফিরে দেখার পালা,
তো কোথাও আবার নতুন রঙে
নতুক কাউকে রাঙিয়ে নেয়ার আশা ।