চৈত্রের এ দাবদাহ নিঃস্ব হোক,
ছত্র হাতে পথিক হাটে প্রখর এ রোদে ।
মানে না কো ছত্রের ছায়া এ দাবদাহে,
কপাল হতে স্বেদ মাটিতে লুটিয়ে পড়ে ।।
ফুরিয়ে যাক এই দহন জ্বালা,
আকাশ ফেটে নামুক বারিধারা।
এ দেহ পাক শীতলতার ছোঁয়া ,
মাটির বুকে ভরে দিয়ে বৃষ্টির অমৃত সুধা
মিটিয়ে দিক ধরার তৃষ্ণা ।।