এল যে
       নবমী নিশি,
কাল বিদায় নেবেন               দেবী পার্বতী।
ষষ্ঠী থেকে নবমী আছে           বেশ পুজোর রেস,
কাল দশমীর হাতটি ধরে         পুজো হবে শেষ।
আবার আসবে মা তুমি           একটি বছর পরে,
আবার দিন গুনা হবে শুরু        একটু একটু করে।
একটি বছরের প্রতিক্ষা মা        শুধু পাঁচটি দিনের ,
মা গো বুঝিনে  তোমার          এত তারা কীসের।
নবমী মানেই যে মা গো          বিদায়ের সুর মনকাঁদে,
আরোও তো কটি দিন মা         থেকে যেতে পারতে ।
এই রজনী ভোর হলে মা তুমি    পাড়ি দেবে কৈলাসে, আবার একঘেয়ে জীবনে সবাই    ফিরবে কালকের পরে।