কোন বিশেষ মুহুতে পেয়েছি তোমাকে
রাহুর বন্ধনে বাঁধা নারি-পুরুষের
প্রথম মিলনের বাসর ঘরের উপরে
হাতে কাকন বাজা নিশি রাতে ।
গাঁজার সাদা ধোঁয়র মাঝে মগজে সাড়া দিলে
তোমার আবরনে মোড়ানো লাল শাড়ি ;
আমি টেনে হিচঁরে খুলে ফেলাম ,
তুমি সপে দিলে তোমায় ; আমার গভীরে ।
আমার তেকরের মাঝের মাস্তুলের খোঁচয়
তোমাকে রক্তাক্ত করেছি ,
মৌমাছি হুলের মতো তোমাকে
বিন্ন বিধীন্ন করে গভীরে ঢুকেছি আমি ।
তোমার অনুঢ়া সতীত্ব বোটে ফেলেছি
মৃৎ শিল্পের মাটি ছেনে ছেনে
ফুলের ডালা সাজিয়েছি ; তোমার যতো যৌবন,
হাতে,মাস্তুলে,চিন্তার ঠোঁট চাটতে চাটতে জাগিয়ে তুলেছি ।
তুমি জায়ার মতো অন্ধকার ঘরে
খুলে দিলে যৌবন, টেবিল ল্যাম্পের সামনে ।
আমার মাসিকের সামনে তুমি নতজানু
এই ভেবে .....................
মোর সুপ্ত অগ্নিৎপাত ভিতরে যদি কিছু পাও ?
সবাই চেয়ে দেখে কিছু শিখে নিবে ।
আমি জানি তুমি নারী নও
তবু ও পরকিয়া দিন- রাত ভরে তোমার মিলনে,
হিংসা ও বিদ্বেষ তোমার দেখে সবাই করে।
তোমার মাঝে প্রেম, ভালবাসা; চিতার ছা- পোষা আগুন ;
মাঝে মাঝে বসন্তকাল, বৃষ্টি ভেজা ফাগুন ।
চিন্তা ব্যাথার ছট-ফটানো কবির ভূমিষ্ঠ ছেলে
পাঠকের মেটা ও খেরাক
কবির ডায়রী লেখা একমাত্র কবিতা তুমি ।