সারা দিন ঘাম ফেলে ,
হাতে আসে চার ।
এই নিয়ে জীবন তরী ,
ধীরে ধীরে হয় পাড় ।।


এক দিয়ে নিজের ,
মেীলিক চাহিদা করি পূরণ ।
এক দিয়ে অর্ধ-অঙ্গ ,
চলে কোন মতে ।।


এক দেই নদীর জলে ,
জল যেন পড়ে সাগরে বুকে ।
এক দেই উত্তর বায়ুকে ,
যেন ধরে রাখে পূর্ব পুরুষ ।।


এই আমার আয়-ব্যয়,
আয় করা টাকার হিসাব ।
কত আনা জমা হল,
জীবন ডায়রী হিসাবের খাতায় ।।  


টঙ্গী , গাজীপুর
রাত- ৪টা
তারিখ - ৫/১২/১৪
প্রকাশকাল - ৭/১২/১৪