আমি তোমায় ভালোবাসি বলিনি আগে পরে।
নিয়ম নীতির অভিশাপে মন ডুকরে কেঁদে মরে।
চাওয়ার মাঝে পাওয়ার হিসেব কষছি বারে বারে।


মারিয়া আমি,উতলা চোখ খুঁজছি তোমায় দুরদিগন্তে।
রিয়ারা বুঝি দিচ্ছে উঁকি শুনছি কেমন কথার প্রান্তে।
"য়" মতই তুমি  আসবে বুঝি মধ্যে অন্তে।
মন শোনে না বাধা বারণ তনু আজ শ্রান্তে।


জ্যোতির মতই দ্যুতি নিয়ে আমার কাছে এসো।
তিরস্কার নয় আর হে প্রিয় একটু ভালোবেসো।


(এক্রোস্টিক কবিতা)