বসবে পাশে? ধরবে হাত?
মুছবে চোখের জল!
তীরহারা এই ভাঙ্গা তরী
বাঁধবে আবার পাল?

অকুল নদী পাড়ি দিব
থাকবে আমার সাথে!
পথ যে বড়ই কন্টকাকীর্ন
নিবে তোমার রথে?

বইতে বোঝা ক্লান্ত প্রাণ
ধরতে দিবে পাণী!
মাঝ দরিয়ায় নাও ডুবিয়ে
শুনাবে না তো সব সৃষ্টিছাড়া বাণী?

অনুভবে তুমি,অনুরাগে তুমি
তোমাতে বেধেছি আশা,
হবে তুমি!
আমার মনের চাষা?